১২ নভেম্বর অনলাইন সম্প্রচারে যাচ্ছে ডিজনি প্লাস

৮ আগষ্ট, ২০১৯ ১৪:০৯  
হোম অ্যালোন এবং নাইট অ্যাট দ্য মিউজিয়াম ছবি দুটি অনলাইন ভিডিও স্ট্রিমিং চ্যানেলে সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে ডিজনি। ডিজনি প্লাস-এ এটি সম্প্রচার করা হবে। ডিজনির সিইও বব ইগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এই দুটি সিনেমা ছাড়াও ডায়রি অব অ্যা উইম্পি কিড এবং চিপার বাই দ্য ডজেন সম্প্রচার করবেন তারা। এই স্ট্রিমিং সার্ভিস শুরু হবে আগামী ১২ নভেম্বর থেকে। ইএসপিএন এবং হুলু’তেও বান্ডেল অফারে এই সম্প্রচার শুরু হবে। এ জন্য মাসিক সাবসক্রিপশন ফি ধরা হয়েছে ১২.৯৯ ডলার। জানাগেছে, ডিজনি প্লাসে দেখানো হবে ডিজনির সিনেমা, টিভি শো, মার্ভেল টিভি শো সুপার হিরো, গ্যালাক্সির স্টার ওয়ার্স, পিক্সার এনিমেশনের তৈরি টয় স্টোরি এবং ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল। ফলে ধারণা করা হচ্ছে, ডিজনি প্লাস চালু হলে নেটফ্লিক্সের একক আধিপত্য থাকবে না। প্রসঙ্গত, জন হিউজের রচনা ও প্রযোজনায় এবং ক্রিস কলম্বাসের পরিচালনায় ১৯৯০ সালে মুক্তি পায় আমেরিকান ক্রিসমাস কমেডি ছবি ‘হোম অ্যালোন’। ছবিটিতে ৮ বছরের কেভিনের ভূমিকায় অভিনয় করেছিলেন ম্যাকাওলে কালকিন। এরপর আরও তিনটি ছবি তৈরি হয় এই ফ্র্যাঞ্চাইজির। ১৯৯২, ১৯৯৭ ও ২০০২ সালে। এই জনপ্রিয় ছবিটি আবারও প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে ডিজনি।